Skip to main content

হযরত আলী (রাঃ) এর উক্তি বাণী কথা

hazrat-ali-ra-er-ukti-bani-kotha-somuho-quotes-in-bengali

⭐ "অন্যের নিকট নিজের দুঃখ বলে বেড়ানাের অভ্যাস স্বেচ্ছায় নিজেকে লাঞ্ছিত করার নামান্তর মাত্র। - হযরত আলী (রাঃ)"

⭐ "দুষ্কৃতি থেকে বেঁচে থাকাও জীবনের একটি বিরাট সাফল্য। - হযরত আলী (রাঃ)"

⭐ "সাফল্য আসে আত্মবিশ্বাসের মাধ্যমে। আত্মবিশ্বাস জন্মে গভীর চিন্তা ভাবনার মাধ্যমে আর চিন্তাশক্তির বিকাশ ঘটে স্বল্প ভাষণে। - হযরত আলী (রাঃ)"

⭐ "তুমি যতই শিক্ষা লাভ কর না কেন, সৰ সময় মনে রাখবে তােমার আরাে অনেক শিখবার বিষয় আছে। ছােট-বড় সকলের কাছ থেকেই কিছু কিছু শিক্ষা লাভ করতে পার। -হযরত আলী (রাঃ)"

⭐ "যারা সময়ের সদ্ব্যবহার করে, তারাই জীবনে সফলতা লাভ করে। যারা সময় মতাে অর্থ সঞ্চয় করে, তারা কোন দিন অর্থ কষ্টে পড়ে না। - হযরত আলী (রাঃ)"

⭐ "মৃত্যুর মতাে সত্য নেই, আশার মতো মিথ্যা নেই। - হযরত আলী (রাঃ)"

⭐ "বিদ্যার সৌন্দর্য অধিক দান করা, আর দানের সৌন্দর্য হচ্ছে অধিক প্রচার না করা। - হযরত আলী (রাঃ)"
⭐ "যা সত্য নয় তা কখনাে মুখে এনাে না। তাহলে তােমার সত্য কথাকেও লােকে অসত্য বলে মনে করবে। - হয়রত আলী (রাঃ)"

⭐ "সব বিষয়ে ধৈর্য ধারণ করার অভ্যাস গড়ে তোল। মানুষের মস্ককের সাথে শরীরের যে সম্পর্ক, ঈমানের সাথে ধৈর্য্যেরও সম্পর্ক সেরূপ। মাথা ব্যতীত দেহের যেমন কোন মূল্য নেই, ধৈৰ্য্য ছাড়া ঈমানেরও তদরুপ কোনাে মূল্য নেই। - হযরত আলী (রাঃ)"

⭐ "যার বন্ধু নেই সেই গরিব। আবার স্বার্থের বন্ধুত্ব সামান্য আঘাতেই ভেঙে যায়। - হযরত আলী (রাঃ)"

⭐ "নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থাক। কারণ, সে উপকার করতে চাইলেও তার দ্বারা তােমার ক্ষতি হয়ে যাবে। - হয়রত আলী (রাঃ)"

⭐ "বন্ধুর শক্রর সঙ্গে মিত্রতা করিও না, করিলে বন্ধু হারাইবে। - হয়রত আলী (রাঃ)"

⭐ "তােমার নিজের আচরণ যদি পরীক্ষার সম্মুখীন হয়, তবে অন্যের নিকট তুমি যে কোন অবস্থাতেই জনপ্রিয় থাকতে পারবে। - হযরত আলী (রাঃ)"

⭐ "মানবজাতির মধ্যে পুণ্য কাজের ক্ষেত্র শ্রেষ্ঠ ও শক্তিশালী সে ব্যক্তি, যে রাগান্বিত হয় না। - হযরত আলী (রাঃ)"

⭐ "কৃপণতা মর্যাদা হানি করে। কাপুরুষতা পূর্ণ মনুষ্যত্ব অর্জনের পথে বৃহৎ অন্তরায়। দারিদ্র মহাজ্ঞানীকেও অনেক সময় প্রতিপক্ষের সম্মুখে মৌন করে দেয়। অপাত্রে বিনয় বিপদ ডেকে আনে। ধৈর্যই প্রকৃত সম্পদ। - হযরত আলী (রাঃ)"

⭐ "যে যতটুকু অভিজ্ঞতাসম্পন্ন, তদপেক্ষা বেশি উপদেশ দিতে পাওয়া তার পক্ষে অনুচিত। - হযরত আলী (রাঃ)"

⭐ "যাহা তুমি স্বয়ং করনা বা করিতে পার না, অন্যকে করিতে উপদেশ দিও না। - হযরত আলী (রাঃ)"

⭐ "যে তােমার উপদেশ শুনিতে চাহে, তাকে ছাড়া আর কাহাকেও উপদেশ দিও না। - হযরত আলী (রাঃ)"

⭐ "বহুদর্শিতার মতাে উপদেশ আর নেই, যে ব্যক্তি স্বয়ং ঠেকে শিখছে তার কাছে শিক্ষা করো। - হযরত আলী (রাঃ)"

⭐ "যে সৎপথে চলে, সে পথ ভুলে না। - হযরত আলী (রাঃ)"

⭐ "হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের। - হযরত আলী (রাঃ)"

⭐ "বড়দের সম্মান কর, ছোটরা তােমাকে সম্মান করবে। - হযরত আলী (রাঃ)"

⭐ "ক্ষমতাবান মানুষের মূল্যহীন কথাও মূল্যবান বলে মনে হয়, পক্ষান্তরে সহায়সম্বলহীন মানুষের মূল্যবান কথাও মূল্যহীন বলে পরিত্যক্ত হতে দেখা যায়। - হযরত আলী (রাঃ)"

⭐ "নিজ দায়িত্ব পালনে ব্রতী হও, অন্যে তােমার নিকট কৈফিয়ত চাইবে না। - হযরত আলী (রাঃ)"

⭐ "দায়িত্বজ্ঞান বিসৃত হওয়ার সঙ্গে সঙ্গে, লালসার পরিধি সঙ্কুচিত হয়ে আসে। - হযরত আলী (রাঃ)"

⭐ "প্রবৃত্তিকে পরাভূত করে যে কাজ করা হয়, তাই সর্বোত্তম কাজ। - হযরত আলী (রাঃ)"

⭐ "ত্বরিত ক্ষমা প্রদর্শন ভদ্রতার নিদর্শন আর ত্বরিত প্রতিশোধ গ্রহণ হীনতার পরিচায়ক। - হযরত আলী (রাঃ)"

⭐ "মানুষের চরিত্র সৎ ও সুন্দর হলে, তার কথাবার্তাও নম্র-ভদ্র হয়। - হযরত আলী (রাঃ)"

⭐ "ধন দানে যে ব্যক্তি যত বেশি কৃপণ, মান-সম্মান দানে সে তত বেশি অকৃপণ। - হযরত আলী (রাঃ)"

⭐ "অল্পদ্রব্য দান করিতে লজ্জিত হইও না, কেননা বিমুখ করা অপেক্ষা অল্প দান করা ভাল। - হযরত আলী (রাঃ)"

⭐ "বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর নির্বোধ ব্যক্তি নিজেকে বড় বলে অপদস্থ হয়। - হযরত আলী (রাঃ)"

⭐ "ধন-দৌলত, শাসন ক্ষমতা ও বিপদাপদেই মানুষের বুদ্ধি বিবেচনার পরীক্ষা হয়।—হযরত আলী (রাঃ)"

⭐ "মৃত্যুর জন্য সদা প্রস্তুত থাকবে, মৃত্যুর দূত তােমার ঘরের কাছে দাঁড়াইয়া আছে; তাহার ডাক দিবার পর আর প্রস্তুত হইবার অবসর পাইবে না। - হযরত আলী (রাঃ)"

⭐ "অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু সে দান নহে। - হযরত আলী (রাঃ)"

⭐ "মৃত্যুর জন্য নির্ধারিত সময়ের সঠিকতা সম্পর্কে সঠিক ধারণায় পৌছতে পারলে, মানুষের নিকট সকল আশাই দুরাশায় পরিণত হত। - হযরত আলী (রাঃ)"

 ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন 

Comments

Post a Comment

অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।

You May Read Also

স্বাস্থ্য নিয়ে উক্তি বাণী কথা || Health Quotes In Bengali

⭐ "সর্বপ্রথম ধনই স্বাস্থ্য। - ইমারসন" ⭐ "শান্ত এবং পরিচ্ছন্ন জীবন স্বাস্থ্য রক্ষার উৎকৃষ্ট খাদ্যের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।—উইলিয়াম ল্যাংল্যান্ড" ⭐ "যার স্বাস্থ্য আছে তার আশা আছে, আর যার আশা আছে তার সবকিছুই আছে। - আরবি প্রবাদ" ⭐ "যে গগনমণ্ডল মেঘাচ্ছন্ন হইলে পূর্ণচন্দ্রের সুধাময় কিরণ প্রকাশ পায় না, সেইরূপ শরীর অসুস্থ হইলে শারীরিক ও মানসিক কোনাে প্রকার সুখ স্বাদনে সমর্থ হওয়া যায় না। - অক্ষয়কুমার দত্ত" ⭐ "স্বাস্থ্য এবং আনন্দ একজন আরেকজনের পরম বন্ধু। - এডিসন" ⭐ "স্বাস্থ্যবান দেহে আত্মা থাকার জন্য পরিপাটি অতিথিশালা স্বরূপ, আর রুগ্ন দেহে আত্মার থাকার জন্য কারাগার স্বরূপ।—বেকন" ⭐ "আমরা প্রায়ই ভুলে যাই যে, স্বাস্থ্যের যত্ন নেয়া আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। - হার্বাট স্পেনসর" ⭐ "স্বাস্থ্যহীন মানুষ সমাজের বােঝাস্বরূপ।—ফিরােজা নেসার" ⭐ "স্বাস্থ্যের প্রতি অসাবধানতার দরুণ অকালে বৃদ্ধ হবার মতাে লজ্জাকর ব্যাপার আর কিছু নেই। - সক্রেটিস" ⭐ "স্বাস্থ্য অপেক্ষা উত্তম কোনাে সম্পদ নেই।

মানুষের আচরণ বা ব্যবহার নিয়ে উক্তি বাণী কথা

⭐ "আচারকে শক্ত করে তুললে বিচারকে ঢিলে করতেই হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "সভ্য আচরণগুলােই মানুষকে ভন্দ্র করে তােলে। - জেমস ব্রাম স্টোন" ⭐ "তােমার নিজের আচরণ যদি পরীক্ষার সম্মুখীন হয়, তবে অন্যের নিকট তুমি যে কোন অবস্থাতেই জনপ্রিয় থাকতে পারবে। - হযরত আলী (রাঃ)" ⭐ "কোনাে কিছু শােনার ব্যাপারে ক্ষিপ্রগতি হও, ধীরে কথা বল ও রাগ করার সময় ধীর হও। - প্রথম জেমস" ⭐ "তার আচরণই প্রমাণ করে যে, সে সঙ্গীতময় পরিবেশে মানুষ হয়নি। - স্যার জন হেরিংটন" ⭐ "আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজ প্রতিবিম্ব দেখা যায়। - গেটে" ⭐ "ভালাে ব্যবহার করতে গেলে ছােট ছােট স্বার্থ ত্যাগ করতেই হয়। - ইমারসন" ⭐ "যে ব্যবহার জানে না, তার গর্ব করার মতো কিছুই নেই। - ডেমাে ন্যাক্স" ⭐ "আমার জনপ্রিয়তা, আমার সুখ নির্ভৱ কৱে আমি কেমন করে লােকের সঙ্গে ব্যবহার করব তার উপর। - ডেল কার্নেগি" ⭐ "জনসাধারণের সঙ্গে স্ত্রী জাতির ন্যায় ব্যবহার করা উচিত। তারা যা শুনতে ইচ্ছুক তার বেশি কিছু তাদের বলা যাবে না। - গ্যেটে" ⭐ "নে

উপন্যাসের উক্তি || Bengali Novel Quotes

⭐ "জগতে বোকা অনেকরকম আছে, পুরুষ বোকা সকল বােকার সেরা। - রবীন্দ্রনাথ ঠাকুর || তিন সঙ্গী" ⭐ "ভালাে করিবার যার বিষম ব্যস্ততা         ভালাে হইবার তার অবসর কোথা। - রবীন্দ্রনাথ ঠাকুর || লেখন" ⭐ "সভ্যতার একটি বড় প্রত্যয় হচ্ছে ব্যক্তিত্ববােধ।—বিষ্ণু দে || সাহিত্যের ভবিষ্যৎ" ⭐ "যৌবনের দাহ বৃদ্ধকে পেলেই হুঃ হুঃ শব্দে জ্বলে ওঠে—সেই জন্যই তাে বৃদ্ধস্য তরণী ভায্য বিপত্তির কারণ। - রবীন্দ্রনাথ ঠাকুর || চিরকুমার সভা" ⭐ "শান্তি কি কেবলমাত্র জীবনমৃত্যুর ঘােলাক্লান্তি?—বিষ্ণু দে || এ কি মৃত্যুর আলাে" ⭐ "হিমালয়ের মাথায় উপরে কঠিন বরফের মধ্যে যেমন কতশত বন্যা বাঁধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছেন। - রবীন্দ্রনাথ ঠাকুর || বিচিত্র প্রবন্ধ" ⭐ "কারও বা থাকে দাবি, কারও বা থাকে দায়; এই দুই নিয়ে সংসার। - রবীন্দ্রনাথ ঠাকুর || যােগাযােগ" ⭐ "হাতের মুঠায় পাইতে চাই তাে বর্তমান।—অদ্বৈত মল্লবর্মণ | তিতাস একটি নদীর নাম" ⭐ "সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলেমানুষ যাদের তারা ভালােবাসে। - রবীন্দ্রনাথ

বাংলা উক্তির বিষয় তালিকা || Topic List of Bengali Quotes

 আপনি যে বিষয়ের উক্তি পড়তে চান, সেই বিষয়ের লেখার ওপর ক্লিক করুন।  অ >   অতীত   |    অনুভব   |    অনুভূতি   |    অর্থ   |    অপমান   |    অভিজ্ঞতা   |    অহংকার   |   অনুপ্রেরণামূলক   |    অধিকার   |    অন্যায়   |    অভ্যাস   |   অহংকারী   |   অশ্রু   |   অন্ধকার আ >   আল্লাহ   |   আল-হাদিস   |   আশা   |    আইন   |    আচরণ   |   আনন্দ   |   আবহাওয়া   |   আগুন   |   আলো    |   আবেগ ই >   ইসলামিক   |    ইচ্ছা ঈ >   ঈশ্বর উ >   উপদেশ   |    উপন্যাসের এ >   একা    |    একাকী   |   একাকীত্ব   |   একুশে ফেব্রুয়ারি ক >   কোরআনের   |   কষ্ট   |    কাজ   |   কবিদের নিয়ে   |    কবিতা নিয়ে   |    কবিদের   |    কবিতা   |    কথা   |    কর্তব্য   |    কর্ম   |    কুয়াশা   |   কান্না   |   কলেজ খ >   খাদ্য খাবার   |   খারাপ   |   খাওয়া গ >   গান   |    গণতন্ত্র   |    গরিব মানুষ   |    গ্রন্থাগার   |    গৃহ   |    গুণ   |    গাছ   |   গ্রীষ্ম   |   গরম   |   গাড়ি ঘ >   ঘৃণা   |    ঘুম চ >   চিঠি   |    চরিত্র   |    চিন্তা   |    চোখ   |   চাকরি ছ >   ছেল

বিদায়ী বা বিদায় নিয়ে উক্তি || Farewell Quotes In Bengali

⭐ "বিদায় বলাও একটি সাহসী এবং শক্তিশালী শুরু। - আরন রালস্টন" ⭐ "তােমার কাছে চাইনি কিছু, জানাইনি মাের নাম,         তুমি বিদায় দিলে নীরব রহিলাম। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "স্বাগত সর্বদা হাসি, এবং বিদায় দীর্ঘশ্বাস ছেড়ে যায়। - উইলিয়াম শেক্সপিয়ার" ⭐ "ক্ষমা করাে, ধৈর্য ধরাে হউক সুন্দরতর         বিদায়ের ক্ষণ। মৃত্যু নয় ধ্বংস নয়,         নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাপন। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "প্রত্যেক বিচ্ছেদ বা বিদায়ে মৃত্যুর প্রতিবিম্ব রয়েছে। - ইলিয়ট" ⭐ "সময় যদি ফুরিয়ে থাকে         হেসে বিদায় করাে তাকে। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "বিদায়-বেলার বিরহ ব্যথায় আঁখি ওঠে ছলছলি,         যাবার বেলা যে অপরে কাদায় তারেই মানুষ বলি।—জসীমউদ্দীন" ⭐ "বিদায় বলতে তিক্ত কথা। - লেটিয়া এলিজাবেথ ল্যান্ডন" ⭐ "বিদায় নিয়ে দুঃখ করবেন না! কারণ অনেক বিদায়ের মধ্যে আরও ভাল মিলন লুকিয়ে থাকে! - মেহমেট মুরাত ইল্ডান" ⭐ "বিদায়কালীন অনুষ্ঠান! আমি সূর্যের সন্ধান করতে যাই! - জে আর আর টলকিয়েন" ⭐ "রাজাসানে ব