⭐ "অযাচিত উপদেশ দিতে নাই। - জার্মান প্রবাদ"
⭐ "পাপীকে ঘৃণা হৱো না, কিন্তু পাপকে ঘৃণা কর। ভীতকে সাহস দাও, দুর্বৃত্তকে এড়িয়ে চল; জ্ঞানীর সঙ্গে কাজ করো। - হুইটম্যান"
⭐ "যে উপদেশই দাও তা যেন খুব ছোট হয়। - হােৱেস"
⭐ "বিয়ে করার জন্য বা যুদ্ধে যাবার জন্য কাউকে উপদেশ দিও না। - স্পেনীয় প্রবাদ"
⭐ "সংকটে প্রতিত হলে, সংকট অতিক্রমকারীদের পরামর্শ গ্রহণ করাে। - নিকোলাস মুলার"
⭐ "যে সমস্যাজড়িত কখনাে তার উপদেশ গ্রহণ করাে না। - দশপ"
⭐ "সিংহকে যদি শৃগাল উপদেশ প্রদান করে, তবে বুঝতে হবে শৃগালই বুদ্ধিমান। - উইলিয়াম ব্ল্যাক"
⭐ "সংযত হও কিন্তু নির্ভীক হও, সরল হও কিন্তু বােকা হয়াে না। বিনীত হও তাই বলে দুর্বল হৃদয়ের হয়ো না। - শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র"
⭐ "এমনভাবে উপদেশ দাও, যাতে বন্ধুকে তুষ্ট নয়, সাহায্য করতে পার। - সলন"
⭐ "কৃপণতা মর্যাদা হানি করে। কাপুরুষতা পূর্ণ মনুষ্যত্ব অর্জনের পথে বৃহৎ অন্তরায়। দারিদ্র মহাজ্ঞানীকেও অনেক সময় প্রতিপক্ষের সম্মুখে মৌন করে দেয়। অপাত্রে বিনয় বিপদ ডেকে আনে। ধৈর্যই প্রকৃত সম্পদ। - হযরত আলী (রাঃ)"
⭐ "প্রাচুর্যের মাঝে থাকাকালে দুঃখীদের প্রতি উপদেশ দেয়া খুবই সহজ। - এসকাইলাস"
⭐ "সদুপদেশ গ্রহণ করার অর্থ হল নিজের দক্ষতা বৃদ্ধি। - গােদি"
⭐ "সৎ উপদেশকে টাকার মূল্যে পরিমাপ করা যায় না। - ইরাসমুস"
⭐ "যে যতটুকু অভিজ্ঞতাসম্পন্ন, তদপেক্ষা বেশি উপদেশ দিতে পাওয়া তার পক্ষে অনুচিত। - হযরত আলী (রাঃ)"
⭐ "যার পেটে ক্ষুধা সে কখনাে রাজনৈতিক উপদেষ্টা হতে পারে না। - আইনস্টাইন"
⭐ "সকালে চিন্তা কর, সন্ধ্যায় খাও এবং রাত্রে ঘুমাও। - উইলিয়াম ব্লেক"
⭐ "যে ব্যক্তি অন্যকে সৎকর্মের উপদেশ দেয়, আর নিজে সৎকর্ম করে না। যে ব্যক্তি মশালবাহী অন্ধের ন্যায়, অন্যে তার দ্বারা পথ দেখে; কিন্তু নিজে দেখতে পায় না। - প্লেটো"
⭐ "যাহা তুমি স্বয়ং করনা বা করিতে পার না, অন্যকে করিতে উপদেশ দিও না। - হযরত আলী (রাঃ)"
⭐ "অনেকই উপদেশ পায়, কিন্তু শুধু জ্ঞানী যারা তারাই তা লক্ষ্য করে তার দ্বারা লাভবান হয়। - সাইৱাস"
⭐ "ভালাে করে না দেখে কিছু পান করবে না, ভালাে করে না পড়ে কিছু সই করবে না। - স্পেনীয় প্রবাদ"
⭐ "করাে না মানবগণ বৃথা ক্ষয় ও জীবন
সংসার সমরাঙ্গণ মাঝে;
সঙ্কল্প করেছ যাহা সাধন করহ তাহা
রত হয়ে নিজ নিজ কাজে। - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়"
⭐ "যে তােমার উপদেশ শুনিতে চাহে, তাকে ছাড়া আর কাহাকেও উপদেশ দিও না। - হযরত আলী (রাঃ)"
⭐ "অন্যে উপদেশ দিলে পাণ্ডিত্যের কমি কারও নাই
স্বয়ং আচরি ধর্ম শিক্ষা দেন শুধু মহাত্মাই। - চাণক্য পণ্ডিত"
⭐ "উপদেশ কদাচিৎ সমাদর পেয়ে থাকে, যাদের উপদেশ খুব প্রয়ােজন তারাও তা অপছন্দ করে থাকে। - জনসন"
⭐ "হও ধর্মমতে ধীর হও কর্মমতে বীর,
হও উন্নত শির নাহি ভয়।
তুলি ভেদাভেদ হও সৰে আগুয়ান,
সাথে আছে ভগবান হবে জয়। - অতুলপ্রসাদ সেন"
⭐ "বহুদর্শিতার মতাে উপদেশ আর নেই, যে ব্যক্তি স্বয়ং ঠেকে শিখছে তার কাছে শিক্ষা করো। - হযরত আলী (রাঃ)"
⭐ "যখন কোন লােক তােমার কাছে উপদেশেৱ জন্য আসে, বস্তুত সে তােমার কাছ থেকে তার প্রশংসাই শুনতে চায়। - চেস্টারফিল্ড"
⭐ "বন্ধুর সাথে ততটা ঘনিষ্ঠতা করাে না, সে যদি কোনােদিন শক্র হয়ে ওঠে তুমি ব্যথা পেতে পারো। - প্রাচীন পারস্য উপদেশ"
⭐ "মানুষ এত সহজে কোন জিনিসই বিলিয়ে দেয় না, যত সহজে সে উপদেশ বিলিয়ে দিয়ে থাকে। - রাে চে ফুকো"
⭐ "তরুণদের দিবার মতাে আমার তিনটি উপদেশ আছে, সে হচ্ছে কাজ কাজ আর কাজ করা। - বিসমার্ক"
⭐ "হিংসা থেকে বিরত থাকতে পারলে আত্মপরীণ হতে, কুসংসর্গ থেকে বিরত থাকতে পারলে লােকনিন্দা হতে, গােনাহ থেকে দূরে থাকতে পারলে জাহান্নাম হতে এবং সম্পদ সঞ্চয় থেকে বিরত থাকলে দরিদ্র জনগণের অভিশাপ হতে শুক্ত থাকা যায়। - ইমাম গাজ্জালি (রাঃ)"
ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন
আরো পড়ুন 👉 প্রেরণামূলক উক্তি
Comments
Post a Comment
অনুগ্রহ করে কমেন্ট বক্সে খারাপ ভাষা বা স্প্যাম লিঙ্ক দিবেন না, ধন্যবাদ।