Skip to main content

কবিতা উক্তি

কবিতার-kobita-kobitar-ukti-line-bani-kotha-status-caption-post

⭐ "মেরেছ মেরেছ কলসীর কানা
         তাই বলে কি প্রেম দেব না। - বৃন্দাবন দাস"

⭐ "যৌবনের আমি করিনু ঘােষণা, প্রেম বলে কিছু নাই।
        চেতনা আমার জড়ে মিশাইলে সব সমাধান পাই। - যতীন্দ্রনাথ সেনগুপ্ত"

⭐ "ভালােবাসা তবে কী?
        যার ভালােতে বসবাস তাের
        চর্যা নিপুণ ধী। - শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র"

⭐ "যতদিন ভবে না হবে, না হবে, তােমার অবস্থা আমার সম,
        ঈষৎ হাসিবে, শুনে না শুনিবে, বুঝে না বুঝিবে, যাতনা মম। – কৃষ্ণচন্দ্র মজুমদার"

⭐ "ধন-কহে “দুঃখ তুমি পরম মঙ্গল,
        তোমারি দহনে আমি হয়েছি উজ্জ্বল। - কুমুদরঞ্জন মল্লিক"

⭐ "দুঃখ এড়াবার আশা
        নাই এ জীবনে।
        দুঃখ সহিবার শক্তি
        যেন পাই মনে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা।
        আশা তার একমাত্র ভেলা। - গিরিশচন্দ্র ঘােষ"
⭐ "ভুলি কেমনে আজো যে মনে বেদন-সনে রহিল আঁকা
        আজো সজনী দিন রজনী সে বিনে গনি তেমনি ফাঁকা। - কাজী নজরুল ইসলাম"

⭐ "প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
        প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "হে নবী, তােমার মিল্লাতে আজ মানুষ মানুষ নহে,
        জাতখোয়া জাত-মুসলমানি নামটুকু।
        কোথা সে ইসলাম, কোথা সে মরুসাহারার মরীচিকা
        পুঁজি করে তাৱে নাচিতেছে হীন লােভের বহ্নিশিখা। - তালিম হােসেন"

⭐ "পূণ্য পথের এ যে যাত্রিরা নিস্পাপ,
        ধর্মের বর্মে সুরক্ষিত দিল সাফ ।
        নহে শঙ্কিত বজ্র নিপাতেও,
        কাণ্ডারী আহমদ, তরী ভরা পাথেয়। - কাজী নজরুল ইসলাম"

⭐ "জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে?
        চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে? - মাইকেল মধুসূদন দত্ত"

⭐ "হারিয়ে গেছে কচি সে মুখখানা
         দুধে ধােয়া কচি দাঁতের হাসি। - সত্যেন্দ্রনাথ দত্ত"

⭐ "মনের সৌন্দর্যে যে অগ্রাধিকার দেয়,
        সংসারে সেই জয়লাভ করে ।
        প্রত্যেক জিনিসেরই সৌন্দর্য আছে,
        তা দেখার মতো চোখ সবার নেই। - কনফুসিয়াস"

⭐ "জগতে যেথা রয়েছে ধ্বনি,
        যুগল মিলিয়াছে আগে।
        যেখানে প্রেম নাইি বােবার সভা,
        সেখানে গান নাহি জাগে। - বীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "পাখীরে দিয়েছে গান, গায় সেই গান,
         তার বেশি করে না সে দান।
         আমারে দিয়েছে স্বর, আমি তার বেশি করি দান,
         আমি গাই গান। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "বন্ধু তােমার বুক ভরা লােভ দুচোখে স্বার্থঠুলি।
         নতুবা দেখিতে, তােমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। - কাজী নজরুল ইসলাম"

⭐ "নারীর বচনে শুধু হৃদয়েতে হলাহল,
        অধরে পিয়ার সুধা, চিত্তে দাবানল। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "নেবার বেলায় আত্মীয়তা
        দেবার বেলায় নয়কো কেউ,
        চাটুর মতাে ফেরেই তারা
        বাঘের সঙ্গে যেমনি ফেউ। - শীশীঠাকুর অনুকূলচন্দ্র"

⭐ "সব অহংকার হে আমার
        ডুবাও চোখের জলে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "করাে না মানবগণ বৃথা ক্ষয় ও জীবন
        সংসার সমরাঙ্গণ মাঝে;
        সঙ্কল্প করেছ যাহা সাধন করহ তাহা
        রত হয়ে নিজ নিজ কাজে। - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়"

⭐ "হও ধর্মমতে ধীর হও কর্মমতে বীর,
       হও উন্নত শির নাহি ভয়।
       তুলি ভেদাভেদ হও সৰে আগুয়ান,
       সাথে আছে ভগবান হবে জয়। - অতুলপ্রসাদ সেন"

⭐ "কবীর যব্ জগতমে আয়ে
                   জগতে হাসে তুম রােয়,
         এয়ছা ক্রিয়া কর চল কবির
                   পাছে না হাসে কৈ। - ভক্ত কবীর"

⭐ "ফোটার পুলক ম্মারায় ঝরার ব্যথা,
        ফুল চায় তার ফোটার সার্থকতা। - কুমুদরঞ্জন মল্লিক"

⭐ "ছােট ছোট হাসি মুখ           জানে না ধরার দুখ,
                       হেসে আসে তোমাদের দ্বারে।
        নবীন নয়ন তুলে                কৌতুকেতে দুলি দুলি
                       চেয়ে চেয়ে দেখে চারিধারে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "ভবিষ্যতের লক্ষ্য আশা মােদের মাঝে-সন্তরে,
         ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। - গােলাম মােস্তফা"

⭐ "বহুদিন মনে ছিল আশা
                    প্রাণের গভীর ক্ষুধা
                    পাবে তার শেষ সুধা
        ধন নয়, মান নয়, কিছু ভালােবাসা
                    করেছিনু আশা। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "যারে তুমি নিচে ফেল সে তােমারে বাঁধিবে যে নিচে
        পশ্চাতে রেখেছ যারে সে তােমারে পশ্চাতে টানিছে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "কৃষ্ণ ৰলিয়া যারে তুমি আজি কর হীন অপমান,
        রুধির তাহারাে নহে তাে কৃষ্ণ-বহে সে-ও একই প্রাণ। - বেনজীর আহমদ"

⭐ "ধূপ আপনারে বিলাইতে চাহে গন্ধে,
        গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে।
        সুর আপনাকে ধরা দিতে চাহে ছন্দে,
                   ছন্দ ফিরিয়া যেতে চায় সুরে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "কেমনে রাখি আঁখি ৰারি চাপিয়া
        প্রাতে কোকিল কাঁদে নীশিথে পাপিয়া। - কাজী নজরুল ইসলাম"

⭐ "হাতের উপর হাত রাখা খুব সহজ নয়
        সারা জীবন বইতে পারা সহজ নয়
        এ কথা খুব সহজ, কিন্তু কে না জানে
        সহজ কথা ঠিক ততটা সহজ নয়। - শঙ্খ ঘোষ"

⭐ "কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী
        প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়ী লক্ষ্মী নারী। - কাজী নজরুল ইসলাম"

⭐ "কবি তাই চিরদিন ভােগ করে নবীন যৌবন
        সৌন্দর্যের সুধা-পাত্র চিরদিন, করে সে চুম্বন।
        দাঁড়াইয়া রয়েছে সে চিরন্তন যৌবনের দেশে
        অতৃপ্ত নয়ন নিয়ে হাসিমুখে প্রেমিকের বেশে। - গােলাম মােস্তফা"

⭐ "আমার দেহের কবি, আমি কবি সমস্ত আত্মার
        স্বর্গের আনন্দ আমার মধ্যে
        নরকের অতল বেদনাও আমার মধ্যে। - হুইটম্যান"

⭐ "যাহারা তােমার বিষাইয়াছে বায়ু, নিভাইছে তৰ আলো,
         তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালাে? - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "হৃদয় আমার ক্রন্দন করে মানব হদয়ে মিশিতে
        নিখিলের সাথে মহা রাজপথে চলতি দিবস নিশীথে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "নজর যদি পড়ে শিশুর দিকে
        অবহেলা বোধ করে ফিকে
        দূর করবো চক্ষু ভ্রম -
        বুকে হাত রেখে মোরা আজ শপথ করি,
        বন্ধ করবো শিশু শ্রম। - আপন দেবনাথ"

⭐ "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
        মানবের মাঝে আমি বঁচিবাৱে চাই,
        এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
        জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। - রবীন্দ্রনাথ ঠাকুর"

 ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন 

আরো পড়ুন 👉 কবিতা নিয়ে উক্তি

Comments

You May Read Also

উপন্যাসের উক্তি || Bengali Novel Quotes

⭐ "জগতে বোকা অনেকরকম আছে, পুরুষ বোকা সকল বােকার সেরা। - রবীন্দ্রনাথ ঠাকুর || তিন সঙ্গী" ⭐ "ভালাে করিবার যার বিষম ব্যস্ততা         ভালাে হইবার তার অবসর কোথা। - রবীন্দ্রনাথ ঠাকুর || লেখন" ⭐ "সভ্যতার একটি বড় প্রত্যয় হচ্ছে ব্যক্তিত্ববােধ।—বিষ্ণু দে || সাহিত্যের ভবিষ্যৎ" ⭐ "যৌবনের দাহ বৃদ্ধকে পেলেই হুঃ হুঃ শব্দে জ্বলে ওঠে—সেই জন্যই তাে বৃদ্ধস্য তরণী ভায্য বিপত্তির কারণ। - রবীন্দ্রনাথ ঠাকুর || চিরকুমার সভা" ⭐ "যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না তাকেই বলে দুশ্চিন্তা। গরিবের চিন্তা, হতভাগার চিন্তা, মনকে একেবারে আঁকড়ে থাকে; অশথগাছের শিকড়গুলাে ভাঙ্গা মন্দিরকে যে রকম আঁকড়ে ধরে। - রবীন্দ্রনাথ ঠাকুর || কালান্তর" ⭐ "শান্তি কি কেবলমাত্র জীবনমৃত্যুর ঘােলাক্লান্তি?—বিষ্ণু দে || এ কি মৃত্যুর আলাে" ⭐ "হিমালয়ের মাথায় উপরে কঠিন বরফের মধ্যে যেমন কতশত বন্যা বাঁধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছেন। - রবীন্দ্রনাথ ঠাকুর || বিচিত্র প্রবন্ধ" ⭐ "কারও বা থাকে দাবি, কারও বা

মানুষের আচরণ বা ব্যবহার নিয়ে উক্তি বাণী কথা

⭐ "আচারকে শক্ত করে তুললে বিচারকে ঢিলে করতেই হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "সভ্য আচরণগুলােই মানুষকে ভন্দ্র করে তােলে। - জেমস ব্রাম স্টোন" ⭐ "তােমার নিজের আচরণ যদি পরীক্ষার সম্মুখীন হয়, তবে অন্যের নিকট তুমি যে কোন অবস্থাতেই জনপ্রিয় থাকতে পারবে। - হযরত আলী (রাঃ)" ⭐ "কোনাে কিছু শােনার ব্যাপারে ক্ষিপ্রগতি হও, ধীরে কথা বল ও রাগ করার সময় ধীর হও। - প্রথম জেমস" ⭐ "তার আচরণই প্রমাণ করে যে, সে সঙ্গীতময় পরিবেশে মানুষ হয়নি। - স্যার জন হেরিংটন" ⭐ "আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজ প্রতিবিম্ব দেখা যায়। - গেটে" ⭐ "ভালাে ব্যবহার করতে গেলে ছােট ছােট স্বার্থ ত্যাগ করতেই হয়। - ইমারসন" ⭐ "যে ব্যবহার জানে না, তার গর্ব করার মতো কিছুই নেই। - ডেমাে ন্যাক্স" ⭐ "আমার জনপ্রিয়তা, আমার সুখ নির্ভৱ কৱে আমি কেমন করে লােকের সঙ্গে ব্যবহার করব তার উপর। - ডেল কার্নেগি" ⭐ "জনসাধারণের সঙ্গে স্ত্রী জাতির ন্যায় ব্যবহার করা উচিত। তারা যা শুনতে ইচ্ছুক তার বেশি কিছু তাদের বলা যাবে না। - গ্যেটে" ⭐ "নে

ব্যবসা নিয়ে উক্তি || Business Quotes In Bengali

⭐ "যে ব্যবসাটা সকলের ব্যবসা, সেটা কারাে ব্যবসা নয়। - আইজ্যাক ওয়ালটন" ⭐ "ধৈর্য হল ব্যবসায়ের সর্বাধিক প্রয়োজনীয় গুণ। - লর্ড চেস্টারফিল্ড" ⭐ "আপনি যে ধরণের ব্যক্তি হন তা সাধারণত আপনার ব্যবসায় প্রতিফলিত হয়। আপনার ব্যবসায়ের উন্নতি করতে প্রথমে নিজেকে উন্নত করুন। - আইডোউ কোয়েইনিকান" ⭐ "ব্যবসার আত্মা হচ্ছে তৎপরতা। - চেস্টার ফিল্ড" ⭐ "ব্যবসায় ভাগ্য নেই। এখানে কেবল পরিচালনা করা, সংকল্প এবং আরও বেশি পরিচালনা করা রয়েছে। - সোফি কিনসেলা" ⭐ "একটি ব্যবসায় জড়িত থাকতে হবে, মজা করতে হবে এবং আপনার সৃজনশীল প্রবৃত্তিটি ব্যবহার করতে হবে। - রিচার্ড ব্র্যানসন" ⭐ "আমি অর্থ উপার্জনের জন্য ব্যবসা ব্যবহার করতাম। তবে আমি শিখেছি যে ব্যবসা একটি সরঞ্জাম। আপনি যা বিশ্বাস করেন তা সমর্থন করার জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন। - পো ব্রোনসন" ⭐ "ব্যবসায়ের রহস্য এমন কিছু জানা যা অন্য কেউ জানে না। - অ্যারিস্টটল ওনাসিস" ⭐ "যে ব্যক্তি হাসতে পারে না, তার ব্যবসা করা সাজে না। - চীনা প্রবাদ" ⭐ "এমন অনেক বিস্তৃত লোক রয়েছে

বয়স নিয়ে উক্তি || Bengali Quotes About Age

⭐ "প্রতিটি বয়সের একটি নিজস্ব আনন্দ আছে এবং এর ভঙ্গি, পথও ভিন্ন ধরনের। - টমসন" ⭐ "পৃথিবীর বয়সে অন্তত তােমার চেয়ে কম নয়, কিন্তু নবীন হতে ওর লজ্জা নেই। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "বয়স ভালােবাসার মতাে, একে লুকিয়ে রাখা যায় না।—টমাস ডেষ্কার" ⭐ "মানুষের জীবনে ২০ বৎসর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, ৩০ বৎসর বয়স পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং ৪০ বৎসর বয়সে আসে বিচার বিবেচনার রাজত্ব।—ফ্রাঙ্কলিন" ⭐ "জ্ঞানী ব্যক্তি কখনােই অল্পবয়স্ক হওয়ার ইচ্ছা পােষণ করেন না। - সুইফট" ⭐ "আমি বৃদ্ধ হতে চাই না, ও বয়সটা সুখকর নয়। - আঁদ্রে মরােয়া" ⭐ "মেয়েরা একটিমাত্র কথাই গােপন রাখতে পারে। সে তাদের বয়স। - ভলটেয়ার" ⭐ "আমরা প্রেমের জন্য খুব অল্প বয়সী নই, ভালোবাসার সাথে যে সমস্ত কিছুই রয়েছে তার জন্য খুব অল্প বয়সী। - কার্ট ভননেগুট" ⭐ "বয়সকে জোরালো করার আসল উপায় হল মনের যৌবনকে দীর্ঘায়িত করা। - মর্টিমার কলিন্স" ⭐ "যুবকদের জন্য চল্লিশ বৎসর বয়স্ক হওয়াটাই বার্ধক্য, কিন্তু বৃদ্ধদের জন্য পঞ্চাশ বৎসর বয়সটাই পূর্ণ যৌবন।

আবহাওয়া নিয়ে উক্তি || Weather Quotes In Bengali

⭐ "এক দিনের আবহাওয়ার অনেক পরিবর্তন রয়েছে। - পেমা চোদরন" ⭐ "আবহাওয়ার দ্বারা আপনি কখনই বিচার করেন না! - জিগ জিগ্লার" ⭐ "আবহাওয়া নিয়ে বাজি ধরতে আমি কখনই এক হইনি। - জে পল গেটি" ⭐ "আমি ঠান্ডা আবহাওয়ার মধ্যে নেই, আমি গরম আবহাওয়া পছন্দ করি। - আমোস লি" ⭐ "আবহাওয়া কেমন? ... এটা মারাত্মক হালকা! - ডিলান মুরান" ⭐ "আমার মেজাজ একটানা আবহাওয়ার মতো বদলে যাচ্ছে। - পেমা চোদরন" ⭐ "আমি মনে করি আমাদের আরও কিছু আবহাওয়া পরীক্ষা করা দরকার। - পিট কনরাড" ⭐ "বেশিরভাগ লোকের পরিবর্তন হবে, আবহাওয়া ভাল বা খারাপের জন্য। - কিম এ-জুং" ⭐ "বৃষ্টির জন্য প্রার্থনা করার আগে আবহাওয়ার পূর্বাভাসটি পড়া ভাল। - মার্ক টোয়েন" ⭐ "আমাদের কখনই একদিনের আবহাওয়ার দ্বারা বিচার করা উচিত নয়। - ডিক ভ্যান ডাইক" ⭐ "যখন ভালবাসা আসে, এটি নিখুঁত আবহাওয়ার মতো প্রচেষ্টা ছাড়াই আসে। - হেলেন ইগলেসিয়াস" ⭐ "হতাশার আবহাওয়া অপরিশোধিত, হালকা বাদামী। - উইলিয়াম স্টায়ারন" ⭐ "বৃষ্টির জন্য প্রার্থনা করার আগে আবহাও