Skip to main content

কাজী নজরুল ইসলামের কবিতার উক্তি

bengali-poem-poetry-line-quotes-quotation-by-bangladeshi-poet-kazi-nazrul-islam

⭐ "পথিক ওগাে চলতে পথে
         তােমায় আমায় পথের দেখা।
         ঐ দেখাতে দুইটি হিয়ায়
         জাগল প্রেমের গভীর রেখা। - কাজী নজরুল ইসলাম"

⭐ "ভুলি কেমনে আজো যে মনে বেদন-সনে রহিল আঁকা
        আজো সজনী দিন রজনী সে বিনে গনি তেমনি ফাঁকা। - কাজী নজরুল ইসলাম"

⭐ "ইসলামে নাই বড় ছোট আশরাফ আতরাফ
        এই ভেদ জ্ঞান নিষ্টুর হাতে কর মিসফার সাফ। - কাজী নজরুল ইসলাম"

⭐ "দুষ্টু ওরে চপল ওরে, অভিমানী শিশু
        মনে কি তার পড়ে না তার কিছু ?
        সেই অবধি যাদুমণি কত শত জনম ধরে
        দেশ বিদেশে ঘুরে ঘুরে রে। - কাজী নজরুল ইসলাম"

⭐ "পূণ্য পথের এ যে যাত্রিরা নিস্পাপ,
        ধর্মের বর্মে সুরক্ষিত দিল সাফ ।
        নহে শঙ্কিত বজ্র নিপাতেও,
        কাণ্ডারী আহমদ, তরী ভরা পাথেয়। - কাজী নজরুল ইসলাম"

⭐ "বন্ধু তােমার বুক ভরা লােভ দুচোখে স্বার্থঠুলি।
        নতুবা দেখিতে, তােমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। - কাজী নজরুল ইসলাম"

⭐ "ভুলি কেমনে আজো যে মনে বেদন-সনে রহিল আঁকা
        আজো সজনী দিন রজনী সে বিনে গনি তেমনি ফাঁকা। -কাজী নজরুল ইসলাম"

⭐ "এ আঁখি জল মোছ পিয়া ভোল ভোল আমারে
        মনে কে গাে রাখে তারে ঝরে যে ফুল আঁধারে। - কাজী নজরুল ইসলাম"

⭐ "কেমনে রাখি আঁখি ৰারি চাপিয়া
        প্রাতে কোকিল কাঁদে নীশিথে পাপিয়া। - কাজী নজরুল ইসলাম"

⭐ "এই পথিবীর যা-কিছু মহান যা-কিছু কল্যাণকর
        অর্ধেক তার গাড়িয়াছে নারী অর্ধেক তার নর। - কাজী নজরুল ইসলাম"

⭐ "তুমি আমায় ভালােবাস তাইতাে আমি কবি
        আমার এ রূপ-সে যে তােমার ভালােবাসার ছবি। - কাজী নজরুল ইসলাম"

⭐ "কোথায় মাণিক ভাইরা আমার সাজরে সাজা
        আর বিলম্ব সাজে না, চালাও কুচকাওয়াজ।
        আমরা নবীন তেজ-প্রদীপ্ত বীর তরুণ
        বিপদ ৰাধার কণ্ঠে ছিঁড়িয়া শুধিৰ খুন। - কাজী নজরুল ইসলাম"

⭐ "বলগা-বিহীন শৃঙ্খলা ছেঁড়া প্রিয় তরুণ
        তােমাদের দেখিয়া টগবগ করে বক্ষে খুন।
        কাঁদি বেদনায়, তবুরে তােদের ভালোবাসায়
        উল্লাসে নাচি আপনা-বিভােল, নব আশায়। - কাজী নজরুল ইসলাম"

⭐ "মােরা ঝঞ্ঝার মতাে উদ্দাম, মােরা ঝর্নার মতাে চঞ্চল
        মােরা বিধাতার মতাে নির্ভয়, মােরা প্রকৃতির মতো উচ্ছল।
        মােরা আকাশের মতাে বাধাহীন,
        মােরা মরু-সঞ্চার বেদুইন।
        মোরা জানিনাকো রাজার রাজ-আইন,
        মােরা পারিনা শাসন উদুখল
        মােরা বন্ধন-হীন জন্ম-স্বাধীন চিত্ত মুক্ত-শতদল। - কাজী নজরুল ইসলাম"
⭐ "তরুণ তাপস, নব শক্তিৱে জাগায়ে তোল
        করুণার নয় ভয়ঙ্কারীর দুয়ার খােল ।
        নাগিনী দশন রণঙ্গিনী পতাকা তুলিয়া শাস্ত্রকর
        তাের দেশ-মাতা, তাহারি পতাকা তুলিয়া ধর। - কাজী নজরুল ইসলাম"

⭐ "আমরা সৃজিব নতুন জগৎ, আমরা গাহিব নতুন গান,
        সম্ভ্রমে নত এই ধরা নেৰে অঞ্জলি পাতি মােদের দান।
        যুগে যুগে জরা বৃদ্ধত্বের দিয়াছি কবর মােরা তরুণ-)
        ওরা দিক গালি, মােৱা হাসি’ খালি বলিব ইন্না...রাজেউন।-কা। - কাজী নজরুল ইসলাম"

⭐ "প্রাণ-চঞ্চল প্রাচীর-তরুণ, কর্মবীর
        হে মানবতার প্রতীক গর্ব উচ্চশির
        দিব্য চক্ষে দেখিতেছি তােরা দৃপ্তপদ
        সকলের আগে চলিৰি পরায়ে গিরি ও নদ
        মরু-সঞ্চয় গতি চপল। - কাজী নজরুল ইসলাম"

⭐ "এস বিদ্রোহী তরুণ তাপস আত্মশক্তির বুদ্ধি বীর,
        আনাে উলঙ্গ সত্য কৃপণ, বিজলী ঝলক ন্যায়-অসির। - কাজী নজরুল ইসলাম"

⭐ "আমরা চলিব পশ্চাতে ফেলি, পচা অতীত,
        গিরী-গুহা ছাড়ি খােলা প্রান্তরে গাহিৰ গীত।
        সজীব জগৎ বিচিত্রতর বীর্যবান,
        তাজা জীবন্ত সে নব সৃষ্টিশ্রম-মহান।
        চলমান বেগে প্রাণ উচ্ছল
        রে নবযুগের স্রষ্টাদল
        জোর কদম চল রে চল। - কাজী নজরুল ইসলাম"

⭐ "যারা দান করে আপনারে তারা নিঃশেষে দিয়ে যায়,
        মেঘ ঝরে যায় ভাবে না তার বিনিময়ে সে কি পায় ।
        প্রদীপ নিজেরে তিলে তিলে দাহ করে দেয় নিজ প্রাণ,
        প্রদীপ জানে কী আনন্দ দেয় তারে এই মহাদান। - কাজী নজরুল ইসলাম"

⭐ "দরিদ্র মাের ব্যথার সঙ্গী, দরিদ্র মাের ভাই,
        আমি যেন মাের জীবনে নিত্য কাঙালের প্রেম পাই।
        তাহাদের সাথে কাঁদিব, তাদের বাঁধিব বক্ষে মম,
        দরিদ্র মাের পরমাত্মীয়, দরিদ্র প্রিয়তম। - কাজী নজরুল ইসলাম"

⭐ "যাচা-প্রাণ নিয়ে আমি কেমনে সে বাজিললা
        কেঁদে কেঁদে আজি লাে কার বাঁশী বাজিল। - কাজী নজরুল ইসলাম"

⭐ "স্বদেশ বলিতে বুঝেছি কেবল দেশের পাহাড় মাটি বায়ু জল,
        দেশের মানুষে ঘৃণা করি চাই করিতে দেশ স্বাধীন,
        যত যেতে চাই তত পথে ভাই হই মা ধূলি বিলীন। - কাজী নজরুল ইসলাম"

⭐ "বন্ধু, হৃদয় এমনি অবুঝ কারাে সে অধীন নয়,
        যারে চায় শুধু তারেই চায়-নাহি মানে লাজ ভয়। - কাজী নজরুল ইসলাম"

⭐ "ইসলাম বলে, সকলের তরে মােৱা সবাই।
        সুখ-দুখ সম-ভাগ করে নেব সকলে ভাই,
        নাই অধিকার সঞ্চয়ের ।
        কারো আঁখি-জ্বলে কারাে ঝাড়ে কি রে জ্বলিবে দ্বীপ।
        দুজনার হবে বুলন্দ-নসিব, লাখে লাখে হবে বদ-নসিব ?
        এ নহে বিধান ইসলামের। – কাজী নজরুল ইসলাম"

⭐ "কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারী
        প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে, বিজয়ী লক্ষ্মী নারী। - কাজী নজরুল ইসলাম"

⭐ "জাগো আলোকের দীপ্ত মশাল
        জাগো ওগো বীৱ জায়া
        মৃত্যুর মাঝে খুঁজে ফেরো
        আজনব জীবনের মায়া। - কাজী নজরুল ইসলাম"

⭐ "অসি দিয়া নয়, নির্ভীক করে মন দিয়া রণ জয়,
         অস্ত্রে যুদ্ধ জয় করা সাজে দেশ জয় নাহি হয়। - কাজী নজরুল ইসলাম"

⭐ "গােলামীর চেয়ে শহীদের দরজা অনেক উর্দ্ধে জেনাে,
        চাপরাশির ওই তকমার চেয়ে তলােয়ারে বড় মেনো। - কাজী নজরুল ইসলাম"

⭐ "হে দারিদ্র্য, তুমি মােরে করেছ মহান
        তুমি মােরে দানিয়াছ খৃস্টের সম্মান
        কন্টক-মুকুট শােভা। - কাজী নজরুল ইসলাম"

 ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন 

Comments

You May Read Also

মানুষের আচরণ বা ব্যবহার নিয়ে উক্তি বাণী কথা

⭐ "আচারকে শক্ত করে তুললে বিচারকে ঢিলে করতেই হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "সভ্য আচরণগুলােই মানুষকে ভন্দ্র করে তােলে। - জেমস ব্রাম স্টোন" ⭐ "তােমার নিজের আচরণ যদি পরীক্ষার সম্মুখীন হয়, তবে অন্যের নিকট তুমি যে কোন অবস্থাতেই জনপ্রিয় থাকতে পারবে। - হযরত আলী (রাঃ)" ⭐ "কোনাে কিছু শােনার ব্যাপারে ক্ষিপ্রগতি হও, ধীরে কথা বল ও রাগ করার সময় ধীর হও। - প্রথম জেমস" ⭐ "তার আচরণই প্রমাণ করে যে, সে সঙ্গীতময় পরিবেশে মানুষ হয়নি। - স্যার জন হেরিংটন" ⭐ "আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজ প্রতিবিম্ব দেখা যায়। - গেটে" ⭐ "ভালাে ব্যবহার করতে গেলে ছােট ছােট স্বার্থ ত্যাগ করতেই হয়। - ইমারসন" ⭐ "যে ব্যবহার জানে না, তার গর্ব করার মতো কিছুই নেই। - ডেমাে ন্যাক্স" ⭐ "আমার জনপ্রিয়তা, আমার সুখ নির্ভৱ কৱে আমি কেমন করে লােকের সঙ্গে ব্যবহার করব তার উপর। - ডেল কার্নেগি" ⭐ "জনসাধারণের সঙ্গে স্ত্রী জাতির ন্যায় ব্যবহার করা উচিত। তারা যা শুনতে ইচ্ছুক তার বেশি কিছু তাদের বলা যাবে না। - গ্যেটে" ⭐ "নেব

উপন্যাসের উক্তি | Bengali Novel Quotes

⭐ "জগতে বোকা অনেকরকম আছে, পুরুষ বোকা সকল বােকার সেরা। - রবীন্দ্রনাথ ঠাকুর || তিন সঙ্গী" ⭐ "ভালাে করিবার যার বিষম ব্যস্ততা         ভালাে হইবার তার অবসর কোথা। - রবীন্দ্রনাথ ঠাকুর || লেখন" ⭐ "সভ্যতার একটি বড় প্রত্যয় হচ্ছে ব্যক্তিত্ববােধ।—বিষ্ণু দে || সাহিত্যের ভবিষ্যৎ" ⭐ "যৌবনের দাহ বৃদ্ধকে পেলেই হুঃ হুঃ শব্দে জ্বলে ওঠে—সেই জন্যই তাে বৃদ্ধস্য তরণী ভায্য বিপত্তির কারণ। - রবীন্দ্রনাথ ঠাকুর || চিরকুমার সভা" ⭐ "শান্তি কি কেবলমাত্র জীবনমৃত্যুর ঘােলাক্লান্তি?—বিষ্ণু দে || এ কি মৃত্যুর আলাে" ⭐ "হিমালয়ের মাথায় উপরে কঠিন বরফের মধ্যে যেমন কতশত বন্যা বাঁধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছেন। - রবীন্দ্রনাথ ঠাকুর || বিচিত্র প্রবন্ধ" ⭐ "কারও বা থাকে দাবি, কারও বা থাকে দায়; এই দুই নিয়ে সংসার। - রবীন্দ্রনাথ ঠাকুর || যােগাযােগ" ⭐ "হাতের মুঠায় পাইতে চাই তাে বর্তমান।—অদ্বৈত মল্লবর্মণ | তিতাস একটি নদীর নাম" ⭐ "সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলেমানুষ যাদের তারা ভালােবাসে। - রবীন্দ্রনাথ

মেয়েদের নিয়ে উক্তি বাণী কথা | Bengali Girl Quotes

⭐ "আমি অস্বীকার করছি না যে, মেয়েরা বােকা; মহান খােদা তাদের তৈরি করেছেন পুরুষদের জুরী হিসাবে। - জর্জ ইলিয়ট" ⭐ "কিছু মেয়ের কারনে, যেমন আপনার জীবন সুন্দর হচ্ছে। আবার এই মেয়ের কারনেই, কেউ হচ্ছে মানসিক রোগী। - সাজু" ⭐ "সেই পুরুষের প্রতি মেয়েদের আকর্ষণ দুর্বার, যার প্রতি অন্য মেয়ে অনুকূল। - বালজাক" ⭐ "মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবে না। কেননা আপনি জানেন না আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে। - জিলেন বাগেস" ⭐ "মেয়েরা পুরুষকে সাধারণভাবে অবিশ্বাস করে, কিন্তু নির্দিষ্টভাৰে খুব কমই বিশ্বাস করে। - কমারসন" ⭐ "তােমরা পুরুষ মানুষ দুঃখের সঙ্গে লড়াই কর, মেয়েরা যুগে যুগে দুঃখ কেবল সহ্যই করে। চোখের জল আর ধৈর্য্য ছাড়া আর তাে কিছু সম্বল নেই তাদের। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "কম বয়েসী মেয়ে মানুষ হল রসগােল্লার মতাে, যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে। - শংকর" ⭐ "মেয়েদের মধ্যে অনেক সুন্দরী মেয়েলােক পাওয়া যায়, কিন্তু নির্ভুল মেয়েমানুষ পাওয়া কঠিন।