Skip to main content

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উক্তি

bengali-poem-poetry-quotes-quotation-line-of-rabindranath-tagore

⭐ "নিখিলের সুখ নিখিলের দুখ, নিখিল প্রাণের প্রীতি,
        একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "তোমারেই যেন ভালোবাসিয়াছি
        শত রূপে শত বার
       জনমে জনমে, যুগে যুগে অনিবার। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "বহুদিন মনে ছিল আশা
                    প্রাণের গভীর ক্ষুধা
                    পাবে তার শেষ সুধা
        ধন নয়, মান নয়, কিছু ভালােবাসা
                    করেছিনু আশা। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "দুঃখ এড়াবার আশা
        নাই এ জীবনে।
        দুঃখ সহিবার শক্তি
        যেন পাই মনে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "পাখীরে দিয়েছে গান, গায় সেই গান,
        তার বেশি করে না সে দান।
        আমারে দিয়েছে স্বর, আমি তার বেশি করি দান,
        আমি গাই গান। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "নারীর বচনে শুধু হৃদয়েতে হলাহল,
        অধরে পিয়ার সুধা, চিত্তে দাবানল। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "আমি তোমার ও বিরহে
        রহিব বিলীন ও তোমাতে করিব বাস
        দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী
        দীর্ঘ বরস ও মাস। - রবীন্দ্রনাথ ঠাকুর"
⭐ "সব অহংকার হে আমার
        ডুবাও চোখের জলে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "যাদি কাজ নিতে হয়, কত কাজ আছে
                     একা কি পারিব করিতে।
        কাঁদের শিশির বিন্দু জগতের তৃষা হরিতে।
        কোন অকুল সাগরে জীবন সঁপিব
                    একেলা জীর্ণ তরীতে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "ছােট ছোট হাসি মুখ          জানে না ধরার দুখ,
                       হেসে আসে তোমাদের দ্বারে।
        নবীন নয়ন তুলে               কৌতুকেতে দুলি দুলি
                       চেয়ে চেয়ে দেখে চারিধারে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "শৃঙ্খল ৰাঁধিয়া রাখে এই জানে সবে,
        আশার শৃঙ্খল কিন্ত অদ্ভুত এ ভালো।
        সে যাহারে বাঁধে সেই ঘুরে মরে পাকে,
        সে বন্ধন ছাড়ে যারে স্থির হয়ে থাকে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "হে অতীত, তুমি ভুবনে ভুবনে
        কাজ করে যাও গোপনে গোপনে,
        মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও
        হে অতীত, তুমি গােপনে হৃদয়ে কথা কও, কথা কও। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "কলম হাঁকিয়ে ফেরা সকল রােগের সেরা
        তাই কবি মানুষেরা অস্থিচর্মসার। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু
        পথে যদি পিছিয়ে পড়ি কভু। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "যাহারা তােমার বিষাইয়াছে বায়ু, নিভাইছে তৰ আলো,
         তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালাে? - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "ওরে নবীন, ওরে আমার কাচা,
        ওরে সবুজ ওরে অবুঝ
        আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে
        কী যন্ত্রণায় মরেছে পাথর নিষ্ফল মাথা কুটে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "গাছ দেয় ফল                  ঋণ বলে তাহা নহে,
        নিজের সে দান               নিজেরি জীবনে বহে।
        পথিক আসিয়া                লয় ফল তার,
        প্রাপ্যের বেশি                  সে সৌভাগ্য তার। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "বাঙালির প্রাণ, বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাইবােন
        এক হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান।
        বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাইবােন
        এক হউক, এক হউক, এক হউক হে ভগবান। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "তৈল-ঢালা স্নিগ্ধ তনু       নিদ্রারসে ভরা
        মাথায় ছােটো বহরে বড়াে      বাঙালি সন্তান। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "তুচ্ছ করি রাজ্য ভাঙ্গা-গড়া
        তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া
        যুগ যুগান্তরে
        কহিতেছে এক স্বরে
        চির বিরহীর বাণী নিয়া
        ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ
        প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "এই তব মনে ছিল আশা
        হীরা মুক্ত মাণিক্যের ঘটা
        যেন শূণ্যদিগন্তের ইন্দ্রজাল ইন্দ্রধনুচ্ছটা
        যায় যদি লুপ্ত হয়ে যাক,
        শুধু থাক
        এক বিন্দু নয়নের জল
        কালের কপােল তলে শুভ্র সমুজ্জ্বল
        এ তাজমহল। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
        সার্থক জনম মা গাে, তােমায় ভালােবেসে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "ধূপ আপনারে বিলাইতে চাহে গন্ধে,
        গন্ধ সে চাহে ধূপেরে রহিতে জুড়ে।
        সুর আপনাকে ধরা দিতে চাহে ছন্দে,
        ছন্দ ফিরিয়া যেতে চায় সুরে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "হে মাের দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান,
        অপমানে হতে হবে তাদের সবার সমান।
        মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে,
        সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "হৃদয় আমার ক্রন্দন করে মানব হদয়ে মিশিতে
        নিখিলের সাথে মহা রাজপথে চলতি দিবস নিশীথে। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "আলোর হাসি উঠল জেগে ধানের শিষে শিশির লেগে
        ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে,
        মরি হায় হায় হায়। - রবীন্দ্রনাথ ঠাকুর"

⭐ "মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে
         মানবের মাঝে আমি বঁচিবাৱে চাই,
         এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
         জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। - রবীন্দ্রনাথ ঠাকুর"

 ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করবেন 

Comments

You May Read Also

মানুষের আচরণ বা ব্যবহার নিয়ে উক্তি বাণী কথা

⭐ "আচারকে শক্ত করে তুললে বিচারকে ঢিলে করতেই হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "সভ্য আচরণগুলােই মানুষকে ভন্দ্র করে তােলে। - জেমস ব্রাম স্টোন" ⭐ "তােমার নিজের আচরণ যদি পরীক্ষার সম্মুখীন হয়, তবে অন্যের নিকট তুমি যে কোন অবস্থাতেই জনপ্রিয় থাকতে পারবে। - হযরত আলী (রাঃ)" ⭐ "কোনাে কিছু শােনার ব্যাপারে ক্ষিপ্রগতি হও, ধীরে কথা বল ও রাগ করার সময় ধীর হও। - প্রথম জেমস" ⭐ "তার আচরণই প্রমাণ করে যে, সে সঙ্গীতময় পরিবেশে মানুষ হয়নি। - স্যার জন হেরিংটন" ⭐ "আচরণ হচ্ছে এমন এক আয়না যাতে প্রত্যেক মানুষের নিজ প্রতিবিম্ব দেখা যায়। - গেটে" ⭐ "ভালাে ব্যবহার করতে গেলে ছােট ছােট স্বার্থ ত্যাগ করতেই হয়। - ইমারসন" ⭐ "যে ব্যবহার জানে না, তার গর্ব করার মতো কিছুই নেই। - ডেমাে ন্যাক্স" ⭐ "আমার জনপ্রিয়তা, আমার সুখ নির্ভৱ কৱে আমি কেমন করে লােকের সঙ্গে ব্যবহার করব তার উপর। - ডেল কার্নেগি" ⭐ "জনসাধারণের সঙ্গে স্ত্রী জাতির ন্যায় ব্যবহার করা উচিত। তারা যা শুনতে ইচ্ছুক তার বেশি কিছু তাদের বলা যাবে না। - গ্যেটে" ⭐ "নেব

উপন্যাসের উক্তি | Bengali Novel Quotes

⭐ "জগতে বোকা অনেকরকম আছে, পুরুষ বোকা সকল বােকার সেরা। - রবীন্দ্রনাথ ঠাকুর || তিন সঙ্গী" ⭐ "ভালাে করিবার যার বিষম ব্যস্ততা         ভালাে হইবার তার অবসর কোথা। - রবীন্দ্রনাথ ঠাকুর || লেখন" ⭐ "সভ্যতার একটি বড় প্রত্যয় হচ্ছে ব্যক্তিত্ববােধ।—বিষ্ণু দে || সাহিত্যের ভবিষ্যৎ" ⭐ "যৌবনের দাহ বৃদ্ধকে পেলেই হুঃ হুঃ শব্দে জ্বলে ওঠে—সেই জন্যই তাে বৃদ্ধস্য তরণী ভায্য বিপত্তির কারণ। - রবীন্দ্রনাথ ঠাকুর || চিরকুমার সভা" ⭐ "শান্তি কি কেবলমাত্র জীবনমৃত্যুর ঘােলাক্লান্তি?—বিষ্ণু দে || এ কি মৃত্যুর আলাে" ⭐ "হিমালয়ের মাথায় উপরে কঠিন বরফের মধ্যে যেমন কতশত বন্যা বাঁধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছেন। - রবীন্দ্রনাথ ঠাকুর || বিচিত্র প্রবন্ধ" ⭐ "কারও বা থাকে দাবি, কারও বা থাকে দায়; এই দুই নিয়ে সংসার। - রবীন্দ্রনাথ ঠাকুর || যােগাযােগ" ⭐ "হাতের মুঠায় পাইতে চাই তাে বর্তমান।—অদ্বৈত মল্লবর্মণ | তিতাস একটি নদীর নাম" ⭐ "সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলেমানুষ যাদের তারা ভালােবাসে। - রবীন্দ্রনাথ

মেয়েদের নিয়ে উক্তি বাণী কথা | Bengali Girl Quotes

⭐ "আমি অস্বীকার করছি না যে, মেয়েরা বােকা; মহান খােদা তাদের তৈরি করেছেন পুরুষদের জুরী হিসাবে। - জর্জ ইলিয়ট" ⭐ "কিছু মেয়ের কারনে, যেমন আপনার জীবন সুন্দর হচ্ছে। আবার এই মেয়ের কারনেই, কেউ হচ্ছে মানসিক রোগী। - সাজু" ⭐ "সেই পুরুষের প্রতি মেয়েদের আকর্ষণ দুর্বার, যার প্রতি অন্য মেয়ে অনুকূল। - বালজাক" ⭐ "মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "মেয়ে মানুষ চিনেছেন বলে অহংকার করবে না। কেননা আপনি জানেন না আর একটি মেয়ে আপনাকে কি শিক্ষা দেবে। - জিলেন বাগেস" ⭐ "মেয়েরা পুরুষকে সাধারণভাবে অবিশ্বাস করে, কিন্তু নির্দিষ্টভাৰে খুব কমই বিশ্বাস করে। - কমারসন" ⭐ "তােমরা পুরুষ মানুষ দুঃখের সঙ্গে লড়াই কর, মেয়েরা যুগে যুগে দুঃখ কেবল সহ্যই করে। চোখের জল আর ধৈর্য্য ছাড়া আর তাে কিছু সম্বল নেই তাদের। - রবীন্দ্রনাথ ঠাকুর" ⭐ "কম বয়েসী মেয়ে মানুষ হল রসগােল্লার মতাে, যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে। - শংকর" ⭐ "মেয়েদের মধ্যে অনেক সুন্দরী মেয়েলােক পাওয়া যায়, কিন্তু নির্ভুল মেয়েমানুষ পাওয়া কঠিন।